ওয়ার্ড থেকে পিডিএফ এ কনভার্টের জন্য অনেক ফ্রী সফটওয়ার ও অনলাইন ওয়েব আছে যা থেকে সহজেই ওয়ার্ড ফাইলকে পিডিএফ এ রুপান্তর করা যায়। কিন্তু সমস্যা হলো আমাদের যখন অনেক দরকারি পিডিএফ ফাইলকে ওয়ার্ড ফাইলে কনভার্টের প্রয়োজন পরে। এজন্য নেটে খুব একটা সফটওয়ার/ওয়েবসাইট পাওয়া যায় না, এ্যাডোবির যেটা আছে, সেটা অনেক চড়ামূল্যে কিনে ব্যবহার করতে হয়। যা হোক, একটা ওয়েব সাইটে সহজেই দরকারি পিডিএফকে ওয়ার্ডে রুপান্তর করা যায়। সাইটটি হলোঃ www.pdftoword.com তিনটি ধাপে সম্পন্ন করে আপনাকে অনলাইনে কনভার্ট করতে হবে-
১। দরকারি পিডিএফ ফাইল আপলোড করতে হবে পিডিএফ-টু-ওয়ার্ড এর সাইটে।
২। এরপর পিডিএফ কে ডক (ডকুমেন্ট) নাকি আরটিএফ (রিচ টেক্সট ফরম্যাট) এ রুপান্তর করবেন, সেটা সিলেক্ট করতে হবে।
৩। আপনার একটা ইমেইল এ্যাড্রেস দিতে হবে, যে ইমেইল এ্যাড্রেসে আপনার দরকারী ফরম্যাটে রুপান্তর হবার পর আপনাকে পাঠিয়ে দেবে।
সর্বচ্চ দশ মেগাবাইটের একটা পিডিএফ ফাইলকে আপনি ডক/আরটিএফ ফরম্যাটে পরিবর্তন করতে পারবেন। আশা করি কাজে লাগবে সবার।
তথ্যসূত্রঃ দৈনিক প্রথমআলোর আজকের (২রা এপ্রিল'০৯)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment