প্রাকৃতিক সপ্তাশ্চর্যে নির্বাচনে প্রাথমিক মনোনয়ন পাওয়া ৪০৪টি স্থান থেকে কমে ২৬১টি স্থান দ্বিতীয় পর্বের জন্য র্নিবাচিত হয় এবং দ্বিতীয় পর্বের ভোটে যে ৭৭টি স্থান বর্তমানে নির্বাচিত হয়েছে তা নিউ সেভেন ওয়ার্ন্ডাস ফাউন্ডেশন কর্তৃক মনোনিত ইউনেসকোর সাবেক মহাপরিচালক ফেদেরিকো মায়রসহ গঠিত বিচার কমিঠি ২১শে জুলাই বিচার বিশ্লেষনের মাধ্যমে প্রতি গ্র“পে ৭টি করে মোট ২৮টি স্থানকে চুড়ান্ত নির্বাচনের জন্য বাছাই করবেন। যে ২৮টি স্থান থেকে ২০১১ সাল পর্যন্ত অনলাইন ও টেলিফোনে ভোটের মাধ্যমে প্রতি গ্র“প থেকে ১টি করে মোট ৭টি স্থানকে বিশ্বের প্রাকৃতিক সপ্তার্শ্চয নির্বাচন করা হবে। এই ৭৭টি স্থানের মধ্যে বাংলাদেশের কক্সবাজার ও সুন্দরবন, ভারতের কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক, পাকি¯Íানের সাইফুল মালুক হ্রদ, শ্রীলংকার সিংহরাজ রেইন ফরেষ্ট ও মালদ্বীপের আর্র্চিপিলেগো দ্বীপ রয়েছে। সবচেয়ে অবাক হওয়ার বিষয় হচ্ছে নেপালের বিখ্যাত এভারেষ্ট শৃঙ্গ ও কানাডা, আমেরিকার নায়গ্রা ফলস্ ৭৭টির তালিকায় না আসা। এবং এই না আসার কারণ হচ্ছে প্রচারনা ও ভোট প্রয়োগে অবহেলা। আমাদের দৃঢ় বিশ্বাস কক্সবাজার ও সুন্দরবন নির্বাচিত ২৮টি স্থানে আসবে। তারপর ২০১১ সাল পর্য়ন্ত প্রচুর প্রচারনা ও ভোটের মাধ্যমে এই দুটি স্থানকে আমারা শেষ ৭টি চুড়ান্ত প্রাকৃতিক সপ্তাশ্চর্যের শীর্ষ তালিকায় নিয়ে আসবো ইনশাল্লাহ্। নিন্মে গ্র“প ও দেশের পরিচিতিসহ সাইটে পাওয়া ৭১টি নির্বাচিত স্থানের নাম দেওয়া হলো এলোমেলো ভাবে। বাংলাদেশের স্থান দুটি যথাক্রমে “ই” এবং “জি” গ্র“পে, তাই গ্র“প দুটিকে আগে দেওয়া-গেল:-
২২শে জুলাই ২০০৯ইং হইতে ভোট দেওয়ার জন্য ওয়েভ সাইট: http://www.new7wonders.com/nature/
“ই” গ্র“প: (বনাঞ্চল, পার্ক, অরণ্য)
১. সুন্দরবন--- বাংলাদেশ ও ভারত
২. ব্ল্যাক ফরেষ্ট--- জার্মানী
৩. আমাজন---- বলিভিয়া, ব্রাজিল,গায়ানা,কলম্বিয়া, পেরু, ভেনিজুয়েলা ইত্যাদি
৪. স্কানিয়া নোভা---- ইউক্রেন
৫. প্ল্যাটানো ফরেষ্ট----- হন্ডুরাস
৬. র্পূতো প্রিন্সেসা রিভার----- ফিলিপাইন
৭. রিটিজেট ন্যাশনাল র্পাক----- রুমানিয়া
৮. সিংহ রাজ রেইন ফরেষ্ট--- শ্রীলংকা
৯. দ্যা ন্যাশনাল র্পাক---- ডেনর্মাক
১০. ইল ইয়ানকু----- র্পূতো রিকো
১১. কাজি রাঙ্গা ন্যাশনাল র্পাক--- ভারত
১২. বায়োলজিয়া ফরেষ্ট--- বেলুরাস , পোল্যান্ড
১৩. ক্রিসমাস আইলেন্ড---- ক্রিসমাস আইলেন্ড
১৪. কমোডু ন্যাশনাল র্পাক--- ইন্দোনেশিয়া
“জি” গ্র“প: (সমুদ্র ও বীচ)
১. কক্সবাজার---- বাংলাদেশ
২. হা লং বে ---- ভিয়েতনাম
৩. গ্রেট বেরিয়্যার রীফ---- অষ্ট্রেলিয়া, পাপুয়া নিউগিনি
৪. কন্সী---- আরুবা
৫. ডেন্স ব্লু হোল--- বাহামা
৬. মিলর্ফোড সাউন্ড---- নিউজিল্যান্ড
৭. বে অব ফান্ডী--- কানাডা
৮. সিলিপস অব মোহর---- আয়ারল্যান্ড
“এ” গ্র“প: (মরুভূমি ও তুষার অঞ্চল)
১. আল হাসা ওসিস--- সৌদী আরব
২. আটক্যামা ডের্জাড--- চিলি
৩. ওয়াদী রাম---- জর্ডান
৪. সোসুসভ্যালি---- নামিবিয়া
৫. মাচুরিয়ান লেক ডের্জাড---- পোল্যান্ড
“বি” গ্র“প: ( দ্বীপ সমূহ)
১. আর্র্চিপিলেগো দ্বীপ --- মালদ্বীপ
২. জিজু আইল্যান্ড--দক্ষিণ কোরিয়া
৩. র্ফানান্দো ডি নরেনহা----ব্রাজিল
৪. গালাপাগোস আইল্যান্ড--- ইকুয়েডর
৫. ককোস আইল্যান্ড--- কোষ্টারিকাূ
৬. ওমিটাপি আইল্যান্ড--- নিকারগুয়া
৭. নরফক আইল্যান্ড---- নরফক আইল্যান্ড
৮. বু তিনা সোলাস---- সংযুক্ত আরব আমিরাত
৯. সিপাডান আইল্যান্ড---- মালেয়শিয়া
“সি” গ্র“প: ( পর্বত ও আগ্নেয়গিরি)
১. মাউন্ট ওলেম্পাস--- গ্রীস
২. মাড ভলকানোস--- আজারভাইজান
৩. ভিসুভিয়াস---- ইটালী
৪. টেবল মাউন্টেন--দণি আফ্রিকা
৫. উ সান--- চায়না তায়েফে
৬. মাউন্ট কিলিমানজারো--- তানজানিয়া
৭. মেথ্রন কারভিনু—ইটালী, সুইজারল্যান্ড
“ডি” গ্র“প: ( গুহা, পর্বত শৃঙ্গ ও ভ্যালী )
১. কোলকা ক্যানয়ন--- পেরু
২. বেলুর্গাডাসিক রক--- বুলগেরিয়া
৩. আজুরি উইন্ডো---- মাল্টা
৪. চিকামোচা ক্যানয়ন--- কলম্বিয়া
৫. পেরাভিসিসি গেইট---- চেক প্রজাতন্ত্র
৬. রক অব আফ্রোদিতি--- সাইফ্রাস
৭. সুমিডেরো ক্যানয়ন--- মেক্সিকো
৮. উলুরু আয়ার রকস---- অষ্ট্রেলিয়া
৯. ভেরিলু কেভস্ ---- মেসোডেনিয়া
১০.ডিজাভলজা ভরুস--- সার্বিয়া
১১. ইসরাইজেন ওয়েল্ট--- অষ্ট্রিয়া
১২. হান-সুর-লেস কেইভস--- বেলজিয়াম
১৩. গ্রান্ড ক্যানয়ন--- আমেরিকা
১৪. জিতা গ্রেত্তো---- লেবানন
“এফ” গ্র“প: ( লেক, নদী ও র্ঝণা)
১. এঞ্জেল ফলস্---ভেনিজুয়েলা
২. ডেড সি---- ইজরাইল, র্জডান, ফিলি¯িস্তন
৩. লেক সাইফুল মূলুক---- পাকিস্তান
৪. দুরু রিভার ভ্যালী--- পূর্তগাল
৫. ইগুজু ফলস্--- আর্জেন্টিনা, ব্রাজিল
৬. কায়াতুর ফলস্---- গায়ানা
৭. লেগুনা কোলারেডা---- বলিভিয়া
৮. লেক আতিতলান---- গুয়েতেমালা
৯. লেক ব্লেড--- স্লোভেনিয়া
১০. লেক ওরিড--- আলবেনিয়া, মেসোডোনিয়া
১১. কোটাপেকু লেক---- এল সালভেদর
১২. লেক সায়মা--- ফিনল্যান্ড
১৩. লেক টিটিকা -- বলিভিয়া, পেরু
১৪. ষ্ট্রাভাসকি প্লেসো লেক---- স্লোভাকিয়া
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment