ছিটকে পরলো কক্সবাজারের প্রাকৃতিক সুন্দর প্রতিযোগীতা থেকে। হুজুগে বাংগালীর কল্যানে অনেকদুর এগিয়েছিলো...কিন্তু শেষ মুহুর্তের প্রচারনায় যতো বেশি ভোট পরেছে.....তার চাইতে অনেক কম কন্ফার্মেশন লিংকে ক্লিক পড়েছে .......সুতরাং শেষ মুহুর্তের প্রচারনা খুব একটা কাজে লাগে নাই বললেই চলে। এর উপরে ২৮ জন নির্বাচকের নাম্বার। তারা নিশ্চই সরজমিনে কক্সবাজারে এসেছেন......। কোনো সন্দেহ নাই.....কক্সবাজার বীচ খুব সুন্দর। কিন্তু পর্যটক ধরে রাখার মতো সাফিসিয়েন্ট এনফ্রাস্টার্কচার নাই .....বিশেষ করে কক্সবাজারে এয়ারপোর্ট থাকলেও সেটা আন্তর্জাতিক নয়.....পর্যটকদের সময়ের মুল্য অনেক। ঢাকা-চিটাগাং হয়ে কক্সবাজারে আসাটা অনেক সময় সাপেক্ষ.....ফলে বিদেশী পর্যটকরা অবশ্যই হতাশ হন। এর উপরে বীচ উপযোগী কোনো এডভেন্চার - যেমন প্যারাড্রপ..স্কুবা...সাবমেরিন ইত্যাদি নাই। রাতে নিদেন পক্ষে একটা ভালো সিনেপ্লেক্স নাই...নাই কোনো বিকল্প বিনোদন মুলক ব্যাবস্হা....এমতাবস্হায় কক্সবাজারকে নির্বাচিত করলে পর্যটকদের হতাশার দায় ভার বিচারকদের কাধে গিয়ে পড়তো।
এমতাবস্হায় হতাশ না হয়ে কক্সবাজারের বিনোদনের গ্যাপগুলো পুরন করার জন্য সরকারকে মনোযোগী হতে হবে....তাহলেই বিশ্ব দরবারে কক্সবাজার আর ১০টা পর্যটনস্হানের মতো ঠাই করে নেবে।
বর্তমানে কক্সবাজার বীচের পানি খুবই নোংরা হয়ে আছে.....এই
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment