১. সুধাকান্ত রায়চৌধুরীর সাথে রবীন্দ্রনাথ একবার বেড়াচ্ছিলেন । হঠাৎ গুরুদেবের কাতরক্তি শুনে সুধাকান্তবাবু তার দিকে তাকাতেই, রবীন্দ্রনাথ নিজেকে সামলে নিয়ে বললেন , “পা-কে চরনকমল বা পাদ-পদ্ম কেন কলে জান?”
প্রশ্ন শুনে সুধাকান্তবাবুর চোখে বিষ্ময় দেখে রবীন্দ্রনাথ পায়ের মোজা খুলতে খুলতে বললেন “তাই যদি না হয়, তাহলে শরীরের এত জায়গা থাকতে মোজা ভেদ করে মৌমাছিটা পায়ের একেবারে তলায় হুলটা বিঁধালো কেন !!”
২.নোবেল পুরষ্কারপ্রাপ্ত বিখ্যাত বিজ্ঞানী নিল্স বোর-এর লাইব্রেরির দেয়ালে একটা ঘোড়ার খুরের নাল আটকানো ছিল । ঘোড়ার খুরের নাল নাকি লোককে অনেক সোভাগ্য এনে দেয়। এক আমেরিকান বিজ্ঞানী নিল্স বোর-এর সাথে দেখা করতে গিয়ে সেটা দেখে বিষ্মিত হয়ে বলেন,আপনি নিশ্চয় এসব আজগুবি জিনিস বিশ্বাস করেন না!!
বিজ্ঞানী নিল্স বোর বলনেন-“তা করি না।“
তাহলে এটাকে দেয়ালে আটকে রেখেছেন কেন ?
বিজ্ঞানী নিল্স বোর বলেন, কোন যুক্তি বিশ্বাসী লোক এতে বিশ্বাস করে না। তবে শুনেছি , “বিশ্বাস না করলেও সৌভাগ্য আনার কাজ,এটা ঠিকই করে যায়”।
৩. পঞ্চম শতকের ধর্ম প্রচারক সেন্ট অগাস্টিনকে নাকি একজন প্রশ্ন করেছিল, আচ্ছা, স্বর্গ আর মর্ত তৈরী করার আগে যে অন্তহীন সময় ছিল-তখন বসে বসে সৃষ্টিকর্তা কি করেছিলেন ??
সেটা শুনে অগাস্টান ভীষন চটে উত্তর দিয়েছিলেন, যারা এই ধরনের অবাঞ্চিত প্রশ্ন করে ,তাদের জন্য নরক তৈরী করেছিলেন ।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment