লেখাটি একটু বড়, তবু ধৈর্য ধরে পড়ার অনুরুধ করছি-বহুৎ ফায়দা হবে!
আমাদের জাতীয় জীবনের উন্নতি-অগ্রগতি-সমৃদ্ধির পথে সবচেয়ে বড় বাধা কি জিজ্ঞাসা করলে একেক জন একেক উত্তর দিবেন। কিন্তু চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে যদি বিবেচনা করেন, তবে আমি বলব ভাতই আমাদের এক নম্বর জাতীয় শত্র“। চাল বা ভাত এমন একটি প্রধান খাদ্য যাতে চিনি (শর্করা/ শ্বেতসার/ carbohydrate) বেশী পরিমাণে থাকে। ফলে আমাদের শারীরিক বৃদ্ধি বা যৌবন প্রাপ্তি ঘটে খুবই দ্রুতগতিতে। ফলে আমরা বিয়ে করি দ্রুত এবং বাচ্চা-কাচ্চা উৎপাদন করি দ্রুত। মনে হয় সেদিন যাকে দেখলাম হাফ-পেন্ট পড়ে খেলছে, দুদিন পরই দেখি বাচ্চা-কাচ্চার মাতা-পিতা হয়ে সে অবসন্ন হয়ে পড়ছে। অর্থাৎ ভাত খাওয়া আমাদের ভয়ঙ্কর গতিতে জনসংখ্যা বৃদ্ধির একটি বড় মুল কারণ। বিশ্বাস না হলে চীন-ভারত-ইন্দোনেশিয়া-জাপান-কোরিয়া প্রভৃতি ভাত খাওয়া দেশের দিকে তাকাতে পারেন, প্রতিটি দেশই জনসংখ্যার ভারে বিপর্যস্ত। জনসংখ্যার কল্পনাতীত বিস্ফোরণের কারণে সরকার প্রতিবছর হাজার হাজার কোটি টাকা ব্যয় করেও আমাদের সকলের খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসার ব্যবস্থা করতে পারছে না। ভাত আমাদের কেবল দ্রুত যৌবন প্রাপ্তিই ঘটায় না, পাশাপাশি আমাদেরকে ফটাফট্ বুড়ো-বুড়িতেও রূপান্তরিত করে থাকে। ফলে আমরা তাড়াতাড়ি অকর্মণ্য হয়ে পরিবার-সমাজ-দেশের বোঝায় পরিণত হয়ে যাই। কেননা বুড়ো হলে একদিকে কাজ করার শক্তি কমে যায়, অন্যদিকে অসুখ-বিসুখে একেবারে কাবু করে ফেলে। এটা ঠিক যে, চিনি/শর্করা/শ্বেতসার/কার্বোহাইড্রেট আমাদের সকল শক্তির মূল উৎস এবং এগুলো ছাড়া আমরা অচল। আবার এটাও সত্য যে, শরীরে অতিরিক্ত (চিনি/শর্করা/শ্বেতসার) কার্বোহাইড্রেটের সরবরাহ আমাদের জন্য ভয়ঙ্কর ক্ষতিকর। বিষয়টিকে পানির সাথে তুলনা করলে সবচেয়ে যুক্তিসঙ্গত হয়। আমরা সবাই জানি যে, স্বাভাবিক পানি আমাদের বেঁচে থাকার মূল কারণ আবার বন্যার (অতিরিক্ত) পানি আমাদের মৃত্যুর কারণ হয়ে থাকে।
আমাদের দেশে ডাক্তারদের কাছে যত লোক যায়, তাদের শতকরা ৯০ ভাগেরই দেখা যায় গ্যাস্ট্রিক আলসারের সমস্যা আছে। ভাতে থাকা অতিরিক্ত চিনি থেকেই পেটে গ্যাস হয়, গ্যাস থেকে হয় এসিডিটি এবং এসিডিটি থেকে হয় আলসার। ভাত খাওয়া (অর্থাৎ ভাত খাওয়ার মাধ্যমে বছরের পর বছর শরীরে মাত্রাতিরিক্ত চিনি সরবরাহ করা) যে ডায়াবেটিস হওয়ারও সবচেয়ে বড় কারণ, সেটি নিশ্চয় কেউ অস্বীকার করবেন না। রুটি যে-সব দেশের প্রধান খাদ্য, সে-সব দেশে খোঁজ নিয়ে দেখতে পারেন, সেখানে ডায়াবেটিস এবং গ্যাসট্রিক আলসারের কোন মহামারী নাই। এই পর্যায়ে বলা যায় যে, প্রতি বছর এই দুইটি মহামারী রোগের চিকিৎসার জন্য এই গরীব দেশটিকে হাজার হাজার কোটি টাকার ঔষধ বিদেশ থেকে আমদানী করতে হয়। কেউ কেউ বলতে পারেন যে, এই দুটি রোগের জন্য ব্যবহৃত বেশীর ভাগ ঔষধই দেশে তৈরী হয়ে থাকে। হ্যাঁ, ঔষধগুলো দেশে তৈরী হয় বটে ; তবে ঔষধ তৈরীর যন্ত্রপাতি, ক্যামিকেল, প্যাকিং সামগ্রী ইত্যাদি সবই কিন্তু বিদেশ থেকে আমদানী করতে হয়। তাছাড়া এসব রোগ নির্ণয় করার জন্য যে-সব প্যাথলজিক্যাল টেস্ট করতে হয় ; তাদের যন্ত্রপাতি, রিয়েজেন্ট ইত্যাদিও বিদেশ থেকে আমদানী করতে হয়। ডাক্তারের চেম্বারে বা হাসপাতালে লাইন দিয়ে বসে থাকা এবং দিনের পর দিন বিছানায় পড়ে থেকে যত মূল্যবান সময়ের অপচয় হয়, সেই কথা না হয় বাদই দিলাম। কেবল এই দুইটি রোগই নয়, ছোট-বড় আরো শত শত রোগের উৎপত্তির সাথেই এই খতরনাক ভাতের সম্পর্ক খুঁজে পাওয়া যাবে (অর্থাৎ রক্তে চিনির ভারসাম্যহীনতার)। ডাক্তারদের মতে, এক মুঠো ভাত খাওয়া আর এক মুঠো চিনি খাওয়ার মধ্যে উল্লেখযোগ্য কোন পার্থক্য নাই।
আপনি যদি বলেন যে, ভাত নয় বরং অলসতাই হলো আমাদের জাতীয় উন্নয়ন এবং সমৃদ্ধির পথে প্রধান বাধা ; তবে আমি বলবো ভাতই আমাদের দেহ-মনে অলসতা সৃষ্টি করে। ভাতের মধ্যে থাকা মাত্রাতিরিক্ত চিনি / শ্বেতসার অলসতার একটি মুল কারণ। আমরা যে সামান্য একটু পরিশ্রম করলেই কাহিল হয়ে পড়ি, ভাতে থাকা মাত্রাতিরিক্ত সুগারই ইহার জন্য দায়ী। ভাতে যেহেতু প্রচুর চিনি থাকে এবং ভাত দ্রুত হজম হয়ে তার মূল খাদ্য উপাদান শোষিত হয়ে রক্তে চলে যায়, সেহেতু ভাত খাওয়ার ফলে অল্প সময়ের মধ্যেই হঠাৎ করে আমাদের রক্তে সুগারের মাত্রা অনেক বেড়ে যায় এবং আমরা ডায়াবেটিস রোগীদের মতো ঘুমঘুমভাব, দুর্বলতা, অলসতা অনুভব করতে থাকি। তবে প্রশ্ন করতে পারেন, জাপানী-কোরিয়ানরা তো ভাত খাওয়া সত্ত্বেও আমাদের মতো অলস নয় বরং কঠোর পরিশ্রমে অভ্যস্ত এবং অল্প পরিশ্রমে ক্লান্ত-শ্রান্তও হয় না। হ্যাঁ, এক্ষেত্রে আবহাওয়াগত কিছু সুবিধা তারা পেয়েছে। তাদের জলবায়ু শীত প্রধান হওয়ার কারণে যথেষ্ট পরিশ্রম করলেও তাদের শরীর ঘামায় না। ফলে তারা আমাদের মতো সামান্য পরিশ্রমেই দুর্বল হয়ে পড়ে না। আর মঙ্গোলীয়ান গোষ্টির লোকেরা (অর্থাৎ নাক বোচা মানুষরা) নৃতাত্ত্বিকভাবেই খুবই পরিশ্রমী হয়ে থাকে। পক্ষান্তরে আবহাওয়াজনিত কারণে আমাদের শরীর ঘামায় বেশী এবং ঘামের সাথে প্রয়োজনীয় খনিজ লবণ বেড়িয়ে যাওয়ার কারণে আমরা সহজেই দুর্বল হয়ে পড়ি। এক্ষেত্রে ভাত এবং ঘামানো দুটোই আমাদের অলসতা-দুর্বলতা-কর্মবিমুখতার জন্য সমানভাবে দায়ী।
কোনো কোনো পন্ডিত ব্যক্তি যুক্তি দেখান যে, পরিমাণ মতো ভাত খাওয়া ক্ষতিকর নয় বরং মাত্রাতিরিক্ত পরিমাণে ভাত খাওয়াই স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। কিন্তু সমস্যা হলো ভাতের মধ্যে এমনই এক অদ্ভূত দুর্দমনীয় আকর্ষণ আছে যে, ভাত খাওয়ার সময় মাত্রা মতো খাওয়ায়ই কষ্টকর বরং মাত্রাতিরিক্ত খাওয়াই স্বাভাবিক। পক্ষান্তরে আটার রুটি মাত্রাতিরিক্ত পরিমাণে খাওয়া যে-কোরো পক্ষেই কঠিন। কেননা ভাত নরম এবং ভেজাভেজা আর রুটি শক্ত এবং শুকনা। কেউ কেউ বলবেন যে, দারিদ্রতাই আমাদের মুল সমস্যা। একটু গভীরভাবে চিন্তা করলে দেখা যাবে যে, ভাতই আমাদের দুরারোগ্য দারিদ্রের মুল কারণ। কেননা ভাত গলা পর্যন্ত খেলেও দুই ঘণ্টার মধ্যেই হজম হয়ে যায়। ফলে (ভাত) খেতে হয় প্রচুর এবং এজন্য খাওয়ার পেছনে ব্যয় বেড়ে যাওয়ার কারণে শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামোগত উন্নয়ন প্রভৃতি ক্ষেত্রে আমাদেরকে বাধ্য হয়ে ব্যয় সঙ্কোচন করতে হয়। আমাদের শক্তি-সামর্থ বলুন আর (তালপাতার সেপাই মার্কা) হাস্যকর শারীরিক আকার-আকৃতিই বলুন, সবই করুণার উদ্রেক করে (যাচ্ছেতাই)। আর ইহার জন্য দায়ী এই কুলাঙ্কার ভাত। ভাত খাওয়া চীনা, ভারতীয় আর ইন্দোনেশিয়ানদের স্বাস্থ্য দেখেন আর রুটি খাওয়া এরাবিয়ান, ইউরোপীয়ান ও আমেরিকানদের স্বাস্থ্য দেখেন, তাহলেই ভাতের মহিমা বুঝতে পারবেন। ফুটবল, ক্রিকেট ইত্যাদির মতো পরিশ্রম সাধ্য খেলাগুলোতেও দেখবেন ভাত খাওয়া দেশের ছেলে-মেয়েরা তেমন সুবিধা করতে পারে না। কারণ একটাই আর তাহলো ভাত খেলে অল্প সময়ের জন্য প্রচুর শক্তি (ক্যালরি) সাপ্লাই পাওয়া যায় ঠিকই কিন্তু তার কিছুক্ষণ পরই রক্তে ক্যালরির সাপ্লাই একেবারে বিপজ্জনকভাবে কমে যায়। পক্ষান্তরে রুটি খেলে সেটি ধীরে ধীরে হজম (অর্থাৎ রক্তে শোষিত) হয়, ফলে রক্তে এনার্জি/ ক্যালরির মাত্রা একই রকম থাকে দীর্ঘ সময় যাবত। ভাতের মতো অল্প সময়ের জন্য ভীষণ বেড়েও যায় না এবং তারপর একেবারে মুশকিলে ফালানোর মতো কমেও যায় না। আমরা যদি ভাত খাওয়া বাদ দিয়ে দ্রুত রুটি খাওয়ায় অভ্যস্ত না হই, তবে সরকার দীর্ঘদিন যাবত ফ্যামিলি প্ল্যানিংয়ের পেছনে যে প্রতি বছর হাজার হাজার কোটি টাকা অপচয় করছে, তা আরো কত যুগ চালিয়ে যেতে হবে আল্লাহ্ই ভালো জানেন। অথচ আরবদেশ, ইউরোপ, অস্ট্রেলিয়া, আমেরিকা প্রভৃতি রুটি খাওয়া দেশের সরকারগুলো দম্পতিদের হাজার হাজার মিলিয়ন ডলার বোনাস দিয়েও তাদের দেশের জনসংখ্যা বৃদ্ধি করতে পারছে না। কোন কোন বিশ্লেষক মনে করেন যে, ভাত নয় বরং অশিক্ষা এবং দারিদ্রের কারণে জনসংখ্যা বৃদ্ধি পায়। তাহলে আরব দেশগুলোর দিকে লক্ষ্য করুন, তাদের শিক্ষার হার অনেক কম তারপরও তাদের জনসংখ্যার বিষ্ফোরন নাই। এমনকি কয়েক দশক পূর্বে যখন তারা দরিদ্র ছিল, তখনও তাদের জনসংখ্যার কোন সমস্যা ছিল না।
অনেকে মনে করেন, অশিক্ষাই আমাদের সমৃদ্ধির পথে সবচেয়ে বড় বাধা। এক্ষেত্রে বলা যায় অভাব অশিক্ষার মূল কারণ, অভাবের মূল কারণ জনসংখ্যার লাগামহীন বৃদ্ধি এবং জনসংখ্যার লাগামহীন বৃদ্ধির মূল কারণ ভাত। ইদানীং অনেকে বলছেন যে, দুর্নীতি আমাদের প্রধান সমস্যা। ভেবে দেখুন, দুর্নীতির মূলে আছে দারিদ্র-অশিক্ষা-অসচেতনতা আর আমাদের দেশে দারিদ্র-অশিক্ষার একটি বড় কারণ হলো জনসংখ্যার বিষ্ফোরন এবং জনসংখ্যা যে আর্শিবাদ না হয়ে বিরাট সমস্যা হয়ে দাড়িয়েছে, তার মূলে আছে এই কমবখ্ত ভাত। কোন কোন বিজ্ঞ ব্যক্তি মনে করেন যে, জাপান উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে তার বিশাল জনসংখ্যাকে অভিশাপ থেকে আশির্বাদে রূপান্তরিত করেছে। সত্যি সত্যি জাপানের দৃষ্টান্তটি একটি উল্লেখযোগ্য ব্যতিক্রম আর ব্যতিক্রম কখনও সমাধান হতে পারে না। কাজেই রোগ-ব্যাধিমুক্ত শরীর-স্বাস্থ্য এবং সুখী-সমৃদ্ধ দেশ গঠনের স্বপ্ন বাস্তবায়নের জন্য আমাদের সকলেরই উচিত হবে এখন থেকে ভাত খাওয়া সর্বোতভাবে বর্জন করা এবং আটার রুটি খাওয়া শুরু করা। আমি জানি কাজটি খুবই কঠিন এবং রাতারাতি করা সম্ভব নয় কিন্তু আমাদেরকে অবশ্যই আপ্রাণ চেষ্টা চালিয়ে যেতে হবে। আরেকটি সমস্যা হলো, আমাদের নারী সমাজ রুটি পাকানোর চাইতে ভাত রান্না করতে বেশী আগ্রহী। কেননা ভাত রান্না করা খুবই সহজ কিন্তু রুটি বানানো খুবই কষ্টকর কাজ। তবে পাশাপাশি এটাও চিন্তা করে দেখতে হবে যে, ভাত খাওয়ার জন্য নানা রকমের মজাদার তরকারী রান্না করতে হয় কিন্তু রুটি খাওয়ার জন্য তার কোন দরকার নেই। রুটি খাওয়ার জন্য স্রেফ আলু ভাজি অথবা ডাল হলেই যথেষ্ট। সেক্ষেত্রে যে পয়সা দিয়ে আমরা তরকারী ক্রয় করি, তা দিয়ে আমরা দেশী-বিদেশী মৌসুমী ফল-মূল খেতে পারি। বিষয়টি আমাদের স্বাস্থ্যের জন্যও হবে অধিক উপকারী।
তরকারীর যে আকাশ ছোয়া দাম, তিন কেজি করলা না খেয়ে বরং এক কেজি আপেল খাওয়া বুদ্ধিমানের কাজ হবে। কেননা একে তো শাক-সবজিতে তেমন কোন ভিটামিন থাকে না, তারপরেও যা থাকে সেগুলো আবার রান্নার সময় আগুনের তাপে নষ্ট হয়ে যায়। রুটি বানানোর ঝামেলা থেকে আমাদের নারী সমাজকে রক্ষা করার জন্য দেশের হোটেল-রেস্তোরা-খাবার দোকান মালিকদের এগিয়ে আসতে হবে। তাদেরকে বাতাসের মতো পাতলা আর ছয় মাসের পোড়া তেলে ভাজা পরোটা বানানোর অভ্যাস ছেড়ে মধ্যপ্রাচ্যের দেশগুলোর মতো মেগা সাইজের রুটি বানানোর তরিকা চালু করতে হবে যাতে এক রুটিতেই এক পরিবারের সকলের পেট ভরে যায়। আবার ইউরোপ-আমেরিকার মতো পাউরুটি তৈরীর মেশিন ঘরে ঘরে সহজলভ্য করা যেতে পারে। কেহ কেহ চালের চাইতে আটার দাম বেশী ইত্যাদি অজুহাত দেখাতে পারেন, কিন্তু বিস্তর অসুখ-বিসুখ আর অকাল বার্ধক্যের কথাও পাশাপাশি তাদের চিন্তা করা উচিত। আটা রুটির শতভাগ ফজিলত পেতে চাইলে আমাদেরকে আবার খোলা আটা খাওয়া শুরু করতে হবে ; কেননা যে-সব কোম্পানী প্যাকেটে করে আটা মার্কেটে ছাড়ে তারা আটাকে সাদা করার নামে আটার আসল জিনিসটাই ছেঁকে ফেলে দেয়। সরকারের নিকট আমাদের দাবী থাকবে, গম চাষকে সর্বাত্মকভাবে পৃষ্টপোষকতা প্রদান করা হউক এবং ধান চাষকে নিরুৎসাহিত করা হউক। প্রয়োজনে জেনেটিক্যালি মোডিফাইড গমের চাষ করা হউক। কেননা ইউরোপ-আমেরিকার দেশগুলোতে জিএম ফুড স্বীকৃতি পেয়েছে ; আমাদের অযথা দ্বিধা-দন্দ্ব করে সাতপাঁচ ভেবে বসে থাকলে চলবে না। সর্বোপরি মহানবী (দঃ) ও এই জিএম ফুডের পক্ষে মতামত দিয়েছেন। কেননা এক বাণীতে তিনি বলেছিলেন যে, “আখেরী জামানায় খাদ্য-শস্যে খুবই বরকত হবে”। তার মানে হলো মেগা সাইজের চাল-গম-পেয়াজ-রসুন-ফলমুল-তরিতরকারি ইত্যাদির প্রচলন হবে এবং দুর্ভিক্ষ ঠেকাতে (জনসংখ্যার ভারে নুহ্য) মানবজাতির পক্ষে সেগুলো খাওয়া ছাড়া কোন বিকল্প থাকবে না। লেখাটি ডাঃ বশীর মাহমুদ ইলিয়াস নামরে একজন হোমিও কনসালটেন্টের কাছ থেকে ধার করা!!
লেখাটিতে কিছু গাজাখুরি থাকলেও কথা কিন্তু একেবারে খারাপ না! ভাত খাওয়ায় বৈজ্ঞানিকভাবে কোন ক্ষতিকর দিক না থাকলেও অতিরিক্ত ভাত আসলেই ক্ষতিকর! তাই চলুন সবাই ভাত কম খাই, জনসংখ্যার চাপ কমাই!
Monday, June 29, 2009
Sunday, June 28, 2009
Four Tips For Buying Stocks In A Recession
Four Tips For Buying Stocks In A Recession
by Glenn Curtis
Keep reading for some tips on how to invest in a troubled economy.
1. Think Resilience
During recessionary periods, individuals aren't able to spend as much money on high-tech gadgets or big-ticket items, such as cars or high end electronics; instead, people tend to put their dollars toward necessities, such as food or utilities. In addition, according to a McGraw-Hill study of advertising performance, companies that can afford to advertise will win consumers at the local markets, regardless of brand name recognition pre-recession, making them strong contenders for your portfolio.
2. Avoid Overpaying For A Stock
In recessionary periods or bear markets, doing your homework is extremely important because overpaying for a stock can have catastrophic consequences.
There are no hard-and-fast rules and certainly no guarantees to help you avoid overpaying. However, you can try to purchase shares in a (promising) company that trade below their tangible book value. Why? In an economic slowdown, earnings might decelerate or even be non-existent. When that happens, something tangible can protect the downside.
In a perfect world, when you purchase shares in a company that trade below tangible book value, even if the company breaks up and is sold off in pieces, you, as the shareholder, may still have a chance of being made whole again through asset sales.
3. Make Sure All the Air Is Out of the Balloon
If a company has been consistently reporting bad news and its stock has been in decline, a risky proposition would be to buy the shares in a recession. After all, who knows whether the worst is over and the stock has bottomed out? In short, the best advice might be to avoid a stock until the stream of bad news appears to have ended, or the market has turned enough to let you have a risk cushion.
But, how can one tell if the worst is over? It's not always easy and there are never any guarantees, but you should generally look for the following hints:
* Press releases or earnings calls indicate that management has become more upbeat. This is subjective, however, so you still have more homework to do if this occurs.
* The company or the sell side starts raising earnings estimates.
* New research coverage has been initiated. This is sometimes a positive sign that future growth or expansion can occur. However, if the company cannot round up the funds to support this section, this could be a negative for the company too.
* A company books large one-time charges in its fourth quarter as a means of lumping all the bad financial news into one time period and then painting a favorable picture for the upcoming year. (To learn more about company tricks,
4. Diversify Your Investments
Although this may go without saying, diversify your holdings when possible. This doesn't mean simply spreading holdings across a handful of stocks, but diversifying by industry and, if suitable, getting some overseas exposure too.
Let's take a look at some common diversification questions:
* Why is diversification so important during a bear market? Very simply, picking a bottom in a given stock, industry, or market is difficult or impossible. Therefore, limiting exposure to a particular security or group of securities makes more sense. You are more likely to stay afloat if you grab many life preservers, rather than just one (which may not keep your head above water in bad weather).
* How much should an investor diversify? Some investors believe that diversification can be obtained with approximately 10 to 20 stock holdings, while others believe in an even larger number of holdings and a variety of asset types.
* What other ways can I diversify? For one, consider mutual funds as a way of obtaining diversification. However, you can choose to explore certain asset allocation strategies and asset classes that best suit your risk tolerance instead.. Whatever way you diversity, and before you invest, it would be wise to consult an advisor. Discuss your unique situation with the advisor to make sure your investments are consistent with your risk tolerance and financial means. A properly diversified portfolio can help smooth returns and make the road to financial security less bumpy
Bottom Line
Risks are associated with buying equities in bear markets. However, with a little homework, you can mitigate some of that risk. Over time, stocks have proved to be a very resilient asset class, and they needn't be avoided if you know how to handle them.
by Glenn Curtis
Keep reading for some tips on how to invest in a troubled economy.
1. Think Resilience
During recessionary periods, individuals aren't able to spend as much money on high-tech gadgets or big-ticket items, such as cars or high end electronics; instead, people tend to put their dollars toward necessities, such as food or utilities. In addition, according to a McGraw-Hill study of advertising performance, companies that can afford to advertise will win consumers at the local markets, regardless of brand name recognition pre-recession, making them strong contenders for your portfolio.
2. Avoid Overpaying For A Stock
In recessionary periods or bear markets, doing your homework is extremely important because overpaying for a stock can have catastrophic consequences.
There are no hard-and-fast rules and certainly no guarantees to help you avoid overpaying. However, you can try to purchase shares in a (promising) company that trade below their tangible book value. Why? In an economic slowdown, earnings might decelerate or even be non-existent. When that happens, something tangible can protect the downside.
In a perfect world, when you purchase shares in a company that trade below tangible book value, even if the company breaks up and is sold off in pieces, you, as the shareholder, may still have a chance of being made whole again through asset sales.
3. Make Sure All the Air Is Out of the Balloon
If a company has been consistently reporting bad news and its stock has been in decline, a risky proposition would be to buy the shares in a recession. After all, who knows whether the worst is over and the stock has bottomed out? In short, the best advice might be to avoid a stock until the stream of bad news appears to have ended, or the market has turned enough to let you have a risk cushion.
But, how can one tell if the worst is over? It's not always easy and there are never any guarantees, but you should generally look for the following hints:
* Press releases or earnings calls indicate that management has become more upbeat. This is subjective, however, so you still have more homework to do if this occurs.
* The company or the sell side starts raising earnings estimates.
* New research coverage has been initiated. This is sometimes a positive sign that future growth or expansion can occur. However, if the company cannot round up the funds to support this section, this could be a negative for the company too.
* A company books large one-time charges in its fourth quarter as a means of lumping all the bad financial news into one time period and then painting a favorable picture for the upcoming year. (To learn more about company tricks,
4. Diversify Your Investments
Although this may go without saying, diversify your holdings when possible. This doesn't mean simply spreading holdings across a handful of stocks, but diversifying by industry and, if suitable, getting some overseas exposure too.
Let's take a look at some common diversification questions:
* Why is diversification so important during a bear market? Very simply, picking a bottom in a given stock, industry, or market is difficult or impossible. Therefore, limiting exposure to a particular security or group of securities makes more sense. You are more likely to stay afloat if you grab many life preservers, rather than just one (which may not keep your head above water in bad weather).
* How much should an investor diversify? Some investors believe that diversification can be obtained with approximately 10 to 20 stock holdings, while others believe in an even larger number of holdings and a variety of asset types.
* What other ways can I diversify? For one, consider mutual funds as a way of obtaining diversification. However, you can choose to explore certain asset allocation strategies and asset classes that best suit your risk tolerance instead.. Whatever way you diversity, and before you invest, it would be wise to consult an advisor. Discuss your unique situation with the advisor to make sure your investments are consistent with your risk tolerance and financial means. A properly diversified portfolio can help smooth returns and make the road to financial security less bumpy
Bottom Line
Risks are associated with buying equities in bear markets. However, with a little homework, you can mitigate some of that risk. Over time, stocks have proved to be a very resilient asset class, and they needn't be avoided if you know how to handle them.
Thursday, June 25, 2009
বিখ্যাতদের মজার ঘটনা
১. সুধাকান্ত রায়চৌধুরীর সাথে রবীন্দ্রনাথ একবার বেড়াচ্ছিলেন । হঠাৎ গুরুদেবের কাতরক্তি শুনে সুধাকান্তবাবু তার দিকে তাকাতেই, রবীন্দ্রনাথ নিজেকে সামলে নিয়ে বললেন , “পা-কে চরনকমল বা পাদ-পদ্ম কেন কলে জান?”
প্রশ্ন শুনে সুধাকান্তবাবুর চোখে বিষ্ময় দেখে রবীন্দ্রনাথ পায়ের মোজা খুলতে খুলতে বললেন “তাই যদি না হয়, তাহলে শরীরের এত জায়গা থাকতে মোজা ভেদ করে মৌমাছিটা পায়ের একেবারে তলায় হুলটা বিঁধালো কেন !!”
২.নোবেল পুরষ্কারপ্রাপ্ত বিখ্যাত বিজ্ঞানী নিল্স বোর-এর লাইব্রেরির দেয়ালে একটা ঘোড়ার খুরের নাল আটকানো ছিল । ঘোড়ার খুরের নাল নাকি লোককে অনেক সোভাগ্য এনে দেয়। এক আমেরিকান বিজ্ঞানী নিল্স বোর-এর সাথে দেখা করতে গিয়ে সেটা দেখে বিষ্মিত হয়ে বলেন,আপনি নিশ্চয় এসব আজগুবি জিনিস বিশ্বাস করেন না!!
বিজ্ঞানী নিল্স বোর বলনেন-“তা করি না।“
তাহলে এটাকে দেয়ালে আটকে রেখেছেন কেন ?
বিজ্ঞানী নিল্স বোর বলেন, কোন যুক্তি বিশ্বাসী লোক এতে বিশ্বাস করে না। তবে শুনেছি , “বিশ্বাস না করলেও সৌভাগ্য আনার কাজ,এটা ঠিকই করে যায়”।
৩. পঞ্চম শতকের ধর্ম প্রচারক সেন্ট অগাস্টিনকে নাকি একজন প্রশ্ন করেছিল, আচ্ছা, স্বর্গ আর মর্ত তৈরী করার আগে যে অন্তহীন সময় ছিল-তখন বসে বসে সৃষ্টিকর্তা কি করেছিলেন ??
সেটা শুনে অগাস্টান ভীষন চটে উত্তর দিয়েছিলেন, যারা এই ধরনের অবাঞ্চিত প্রশ্ন করে ,তাদের জন্য নরক তৈরী করেছিলেন ।
প্রশ্ন শুনে সুধাকান্তবাবুর চোখে বিষ্ময় দেখে রবীন্দ্রনাথ পায়ের মোজা খুলতে খুলতে বললেন “তাই যদি না হয়, তাহলে শরীরের এত জায়গা থাকতে মোজা ভেদ করে মৌমাছিটা পায়ের একেবারে তলায় হুলটা বিঁধালো কেন !!”
২.নোবেল পুরষ্কারপ্রাপ্ত বিখ্যাত বিজ্ঞানী নিল্স বোর-এর লাইব্রেরির দেয়ালে একটা ঘোড়ার খুরের নাল আটকানো ছিল । ঘোড়ার খুরের নাল নাকি লোককে অনেক সোভাগ্য এনে দেয়। এক আমেরিকান বিজ্ঞানী নিল্স বোর-এর সাথে দেখা করতে গিয়ে সেটা দেখে বিষ্মিত হয়ে বলেন,আপনি নিশ্চয় এসব আজগুবি জিনিস বিশ্বাস করেন না!!
বিজ্ঞানী নিল্স বোর বলনেন-“তা করি না।“
তাহলে এটাকে দেয়ালে আটকে রেখেছেন কেন ?
বিজ্ঞানী নিল্স বোর বলেন, কোন যুক্তি বিশ্বাসী লোক এতে বিশ্বাস করে না। তবে শুনেছি , “বিশ্বাস না করলেও সৌভাগ্য আনার কাজ,এটা ঠিকই করে যায়”।
৩. পঞ্চম শতকের ধর্ম প্রচারক সেন্ট অগাস্টিনকে নাকি একজন প্রশ্ন করেছিল, আচ্ছা, স্বর্গ আর মর্ত তৈরী করার আগে যে অন্তহীন সময় ছিল-তখন বসে বসে সৃষ্টিকর্তা কি করেছিলেন ??
সেটা শুনে অগাস্টান ভীষন চটে উত্তর দিয়েছিলেন, যারা এই ধরনের অবাঞ্চিত প্রশ্ন করে ,তাদের জন্য নরক তৈরী করেছিলেন ।
Tuesday, June 23, 2009
Ektu Hasben Pls.
বাংলা সার আজ পড়াশোনা বাদ দিয়ে তিনি ক্লাসের সবাইকে বললেন রচনা লিখতে। যার যা মনে আসে, সে তার ইচ্ছেমত ওই বিষয়ে রচনা লিখতে পারবে। সবাই লিখতে শুরু করল। শিক্ষক আরাম করে চেয়ারে বসে একটা খাতা নিয়ে বাতাস কারছেন নিজেকে।
একে একে সবাই খাতা জমা দিল। শিক্ষক সবারটা দেখলেন। কেউ লিখেছেন গরু, কেউ বিদ্যালয়, কেউ বা আমাদের গ্রাম, বাজার ইত্যাদি নিয়ে। এদের মধ্যে এক ছেলে রচনা লিখেছে কুমির নিয়ে। অন্য রকম বিষয় দেখে নড়েচড়ে বসলেন শিক্ষক।
ছেলেটা লিখেছে কুমির উভচর প্রাণী। কুমিরের আছে দুটি চোখ, দুটি কান ও চারটি পা। আর বিশাল একটা মুখ এবং দাঁতগুলো ভীষণ ধারালো। কুমিরটির সারা দেহে খসখসে শক্ত চামড়ার আবরণ রয়েছে। আর আছে বিশাল লম্বা একটি লেজ। সেই লেজে আছে খাঁজকাটা খাঁজকাটা খাঁজকাটা খাঁজকাটা খাঁজকাটা খাঁজকাটা খাঁজকাটা খাঁজকাটা খাঁজকাটা........
শিক্ষক হুঙ্কার দিলেন-এই বদমাশ, এগুলো কী লিখেছিস! এত খাঁজকাটা কেন? জবাবে ছাত্র বলল, 'স্যার, অনেক লম্বা লেজ তো, তাই অনেক বেশি খাঁজকাটা।'
শিক্ষক বললেন, 'হয়েছে, তোর আর কুমির নিয়ে রচনা লিখতে হবে না। কালকে গরু নিয়ে রচনা লিখে আনবি।'
পরদিন ছাত্র ২০ পৃষ্ঠার একটা রচনা এনে শিক্ষককে দিল। শিক্ষক তো অবাক! গরু নিয়ে ছেলেপেলেরা আধা পৃষ্ঠা লিখতে পারেনা, আর এই ছেলে ২০ পৃষ্ঠা লিখে ফেলেছে ! পড়তে শুরু করলেন তিনি.......
গরু একটি গৃহপালিত প্রাণী। তার দুটি চোখ, দুটি কান, চারটি পা, দুটি শিং ও একটি লেজ আছে। গরু অনেক নিরীহ একটি প্রাণী। আমাদের একটি গরু ছিল, তার গায়ের রং ছিল ধবধবে সাদা। রোজ বিকেলে রাখাল তাকে ক্ষেতে চরাতে নিয়ে যেত। একদিন রাখাল তাকে নদীর ধারে চরাতে নিয়ে গেল। হটাৎ সেই নদী থেকে একটি কুমির উঠে এসে গরুটিকে কামড়ে নদীতে নিয়ে গেল। সেই কুমিরের ছিল দুটি চোখ, দুটি কান ও চারটি পা। তার ছিল বিশাল একটা মুখ, তার দাঁতগুলো ছিল ভীষণ ধারালো। কুমিরের সারা দেহে ছিল খসখসে শক্ত চামড়া, আর ছিল বিশাল লম্বা একটা লেজ। সেই লেজে ছিল খাঁজকাটা খাঁজকাটা খাঁজকাটা খাঁজকাটা খাঁজকাটা খাঁজকাটা খাঁজকাটা খাঁজকাটা খাঁজকাটা খাঁজকাটা খাঁজকাটা খাঁজকাটা খাঁজকাটা..........
এরপর শিক্ষক যতই পৃষ্ঠা উল্টান সব পৃষ্ঠাতেই খাঁজকাটা লেখা। চিৎকার দিয়ে ডাকলেন তাকে। 'হতভাগা, কী লিখেছিস এসব'?!
জবাবে ছাত্র বলল, 'স্যার, অনেক বড় লেজ তো, অনেক বেশি খাঁজ।' শিক্ষক কিছুক্ষণ ভাবলেন। তারপর বললেন, 'ঠিক আছে, তুই কালকে 'আমাদের বাড়ি' নামে একটা রচনা লিখে আনবি।'
যেই কথা সেই কাজ। পরদিন ছাত্র বিপুল উদ্যমে ৩৪ পৃষ্ঠার রচনা লিখে আনল। শিক্ষকের হাতে দিতেই তিনি শঙ্কিত দৃষ্টিতে ছাত্রের দিকে তাকালেন। এবার পৃষ্ঠা আরও বেশি, খাতা আরও ভারী, হবেই না বা কেন! একটা বাড়ির ওজন তো আর কম নয়। খাতার মধ্যে আমাদের বাড়ি লিখলে তার ওজন তো বেশি হবেই। খুশি মনে পড়তে শুরু করলেন তিনি।
আমাদের বাড়িটি গ্রামের মধ্যমণি। টিনের চালাঘেরা এই বাড়ির দেয়াল তৈরি হয়েছে মাটি দিয়ে। আনাদের বাড়ির চারপাশে অনেক ফলের গাছ রয়েছে। ফলের মৌসোমে পাকা ফলের মিষ্টি গন্ধে আশেপাশের লোকজন ছুটে আসে। আমাদের বাড়িটি ঘিরে সব সময়ই মৃদুমন্দ হওয়া বয়ে যায়। গতবার বর্ষা মৌসুমে ভীষন বৃষ্টি হলো। নদীর পানি উপচে বন্যা হয়ে গেল সব জায়গায়। পানি উঠল আমাদের বাড়িতেও। কোমরসমান পানি। সেই পানিতে একদিন সকালে দেখা গেল মস্ত এক কুমির। সেই কুমিরের ছিল দুটি চোখ, দুটি কান ও চারটি পা। তার ছিল বিশাল একটা মুখ, আর তার দাঁতগুলো ছিল ভীষন ধারালো। সেই কুমিরের সারা দেহে ছিল খসখসে শক্ত চামড়া আর ছিল বিশাল লম্বা একটা লেজ। সেই লেজে ছিল খাঁজকাটা খাঁজকাটা খাঁজকাটা খাঁজকাটা খাঁজকাটা খাঁজকাটা খাঁজকাটা খাঁজকাটা খাঁজকাটা খাঁজকাটা খাঁজকাটা খাঁজকাটা...........
শিক্ষক স্তব্ধ হয়ে বসে রইলেন। পাতার পর পাতা শুধু খাঁজকাটা লেখা। এই ছেলেকে যা-ই লিখতে দেওয়া হয়, তা-ই সে কুমির বানিয়ে ফেলে। ভাবতে বসলেন শিক্ষক, 'নাহ, এবার এমন কিছু নিয়ে লিখতে দিতে হবে, যাতে সে কুমির আনার সুযোগ না পায়।' ডাকলেন তিনি ছাত্রকে, 'এই পন্ডিত , এদিকে আয়, কালকে তুই "পলাশীর যুদ্ধ" নিয়ে রচনা লিখবি।' 'কিন্তু স্যার, পলাশীর যুদ্ধ নিয়ে আমি তো কিছুই জানিনা। আমাকে কিছুটা বলে দিন, বাকিটা আমি লিখতে পারব।'
শিক্ষক বললেন, 'পলাশীর যুদ্ধ হয় ১৭৫৭ সালে, তখন বাংলার নবাব ছিলেন সিরাজউদ্দৌলা। নবাবের সৈন্যসংখা ইংরেজদের তুলনায় ১০ গুন বেশি থাকলেও তিনি তাঁর সেনাপতি মীরজাফরের বিশ্বাসঘাতকতায় হেরে গেছেন যুদ্ধে। নবাব জানতেন যে মীরজাফর বিশ্বাসঘাতক, তার পরও তাঁকে যুদ্ধের সেনাপতি হিসেবে রাখাটাই ছিল তাঁর মস্তবড় ভুল...,
এতক্ষনে ছাত্র চিৎকার দিয়ে বলে উঠল , 'হইছে স্যার, আমি পারমু বাকিটা। কাইলকাই আপনারে পলাশীর যুদ্ধ রচনা লেইখ্যা দিমু।' শিক্ষক মনে মনে সন্তুষ্ট, বাপধন, এইবার তুমি কুমির পাইবা কই...
পরদিন ছাত্র 'পলাশীর যুদ্ধ' রচনা লিখে এনে দিল শিক্ষকের হাতে। ব্যাপক উৎসাহ নিয়ে পড়তে শুরু করলেন তিনি। বাংলার বিখ্যাত পলাশীর যুদ্ধ হয় ১৭৫৭ সালে। তখন বাংলার নবাব ছিলেন সিরাজউদ্দৌলা। নবাবের সৈন্যসংখ্যা ইংরেজদের তুলনায় ১০ গুন বেশি হলেও তিনি তাঁর সেনাপতি মীরজাফরের বিশ্বাসঘাতকতায় হেরে গিয়েছিলেন যুদ্ধে। নবাব জানতেন যে মীরজাফর বিশ্বাসঘাতক। তার পরও তাঁকে সেনাপতি হিসেবে বহাল রেখে তিনি খাল কেটে কুমির এনেছিলেন। সেই কুমিরের ছিল দুটি চোখ, দুটি কান ও চারটি পা। তার ছিল বিশাল একটা মুখ আর দাঁতগুলো ছিল ভীষন ধারালো। সেই কুমিরের সারা দেহে ছিল খসখসে শক্ত চামড়া আর ছিল বিশাল লম্বা একটি লেজ। সেই লেজে ছিল খাঁজকাটা খাঁজকাটা খাঁজকাটা খাঁজকাটা খাঁজকাটা খাঁজকাটা খাঁজকাটা খাঁজকাটা খাঁজকাটা খাঁজকাটা খাঁজকাটা খাঁজকাটা খাঁজকাটা খাঁজকাটা.............................
একে একে সবাই খাতা জমা দিল। শিক্ষক সবারটা দেখলেন। কেউ লিখেছেন গরু, কেউ বিদ্যালয়, কেউ বা আমাদের গ্রাম, বাজার ইত্যাদি নিয়ে। এদের মধ্যে এক ছেলে রচনা লিখেছে কুমির নিয়ে। অন্য রকম বিষয় দেখে নড়েচড়ে বসলেন শিক্ষক।
ছেলেটা লিখেছে কুমির উভচর প্রাণী। কুমিরের আছে দুটি চোখ, দুটি কান ও চারটি পা। আর বিশাল একটা মুখ এবং দাঁতগুলো ভীষণ ধারালো। কুমিরটির সারা দেহে খসখসে শক্ত চামড়ার আবরণ রয়েছে। আর আছে বিশাল লম্বা একটি লেজ। সেই লেজে আছে খাঁজকাটা খাঁজকাটা খাঁজকাটা খাঁজকাটা খাঁজকাটা খাঁজকাটা খাঁজকাটা খাঁজকাটা খাঁজকাটা........
শিক্ষক হুঙ্কার দিলেন-এই বদমাশ, এগুলো কী লিখেছিস! এত খাঁজকাটা কেন? জবাবে ছাত্র বলল, 'স্যার, অনেক লম্বা লেজ তো, তাই অনেক বেশি খাঁজকাটা।'
শিক্ষক বললেন, 'হয়েছে, তোর আর কুমির নিয়ে রচনা লিখতে হবে না। কালকে গরু নিয়ে রচনা লিখে আনবি।'
পরদিন ছাত্র ২০ পৃষ্ঠার একটা রচনা এনে শিক্ষককে দিল। শিক্ষক তো অবাক! গরু নিয়ে ছেলেপেলেরা আধা পৃষ্ঠা লিখতে পারেনা, আর এই ছেলে ২০ পৃষ্ঠা লিখে ফেলেছে ! পড়তে শুরু করলেন তিনি.......
গরু একটি গৃহপালিত প্রাণী। তার দুটি চোখ, দুটি কান, চারটি পা, দুটি শিং ও একটি লেজ আছে। গরু অনেক নিরীহ একটি প্রাণী। আমাদের একটি গরু ছিল, তার গায়ের রং ছিল ধবধবে সাদা। রোজ বিকেলে রাখাল তাকে ক্ষেতে চরাতে নিয়ে যেত। একদিন রাখাল তাকে নদীর ধারে চরাতে নিয়ে গেল। হটাৎ সেই নদী থেকে একটি কুমির উঠে এসে গরুটিকে কামড়ে নদীতে নিয়ে গেল। সেই কুমিরের ছিল দুটি চোখ, দুটি কান ও চারটি পা। তার ছিল বিশাল একটা মুখ, তার দাঁতগুলো ছিল ভীষণ ধারালো। কুমিরের সারা দেহে ছিল খসখসে শক্ত চামড়া, আর ছিল বিশাল লম্বা একটা লেজ। সেই লেজে ছিল খাঁজকাটা খাঁজকাটা খাঁজকাটা খাঁজকাটা খাঁজকাটা খাঁজকাটা খাঁজকাটা খাঁজকাটা খাঁজকাটা খাঁজকাটা খাঁজকাটা খাঁজকাটা খাঁজকাটা..........
এরপর শিক্ষক যতই পৃষ্ঠা উল্টান সব পৃষ্ঠাতেই খাঁজকাটা লেখা। চিৎকার দিয়ে ডাকলেন তাকে। 'হতভাগা, কী লিখেছিস এসব'?!
জবাবে ছাত্র বলল, 'স্যার, অনেক বড় লেজ তো, অনেক বেশি খাঁজ।' শিক্ষক কিছুক্ষণ ভাবলেন। তারপর বললেন, 'ঠিক আছে, তুই কালকে 'আমাদের বাড়ি' নামে একটা রচনা লিখে আনবি।'
যেই কথা সেই কাজ। পরদিন ছাত্র বিপুল উদ্যমে ৩৪ পৃষ্ঠার রচনা লিখে আনল। শিক্ষকের হাতে দিতেই তিনি শঙ্কিত দৃষ্টিতে ছাত্রের দিকে তাকালেন। এবার পৃষ্ঠা আরও বেশি, খাতা আরও ভারী, হবেই না বা কেন! একটা বাড়ির ওজন তো আর কম নয়। খাতার মধ্যে আমাদের বাড়ি লিখলে তার ওজন তো বেশি হবেই। খুশি মনে পড়তে শুরু করলেন তিনি।
আমাদের বাড়িটি গ্রামের মধ্যমণি। টিনের চালাঘেরা এই বাড়ির দেয়াল তৈরি হয়েছে মাটি দিয়ে। আনাদের বাড়ির চারপাশে অনেক ফলের গাছ রয়েছে। ফলের মৌসোমে পাকা ফলের মিষ্টি গন্ধে আশেপাশের লোকজন ছুটে আসে। আমাদের বাড়িটি ঘিরে সব সময়ই মৃদুমন্দ হওয়া বয়ে যায়। গতবার বর্ষা মৌসুমে ভীষন বৃষ্টি হলো। নদীর পানি উপচে বন্যা হয়ে গেল সব জায়গায়। পানি উঠল আমাদের বাড়িতেও। কোমরসমান পানি। সেই পানিতে একদিন সকালে দেখা গেল মস্ত এক কুমির। সেই কুমিরের ছিল দুটি চোখ, দুটি কান ও চারটি পা। তার ছিল বিশাল একটা মুখ, আর তার দাঁতগুলো ছিল ভীষন ধারালো। সেই কুমিরের সারা দেহে ছিল খসখসে শক্ত চামড়া আর ছিল বিশাল লম্বা একটা লেজ। সেই লেজে ছিল খাঁজকাটা খাঁজকাটা খাঁজকাটা খাঁজকাটা খাঁজকাটা খাঁজকাটা খাঁজকাটা খাঁজকাটা খাঁজকাটা খাঁজকাটা খাঁজকাটা খাঁজকাটা...........
শিক্ষক স্তব্ধ হয়ে বসে রইলেন। পাতার পর পাতা শুধু খাঁজকাটা লেখা। এই ছেলেকে যা-ই লিখতে দেওয়া হয়, তা-ই সে কুমির বানিয়ে ফেলে। ভাবতে বসলেন শিক্ষক, 'নাহ, এবার এমন কিছু নিয়ে লিখতে দিতে হবে, যাতে সে কুমির আনার সুযোগ না পায়।' ডাকলেন তিনি ছাত্রকে, 'এই পন্ডিত , এদিকে আয়, কালকে তুই "পলাশীর যুদ্ধ" নিয়ে রচনা লিখবি।' 'কিন্তু স্যার, পলাশীর যুদ্ধ নিয়ে আমি তো কিছুই জানিনা। আমাকে কিছুটা বলে দিন, বাকিটা আমি লিখতে পারব।'
শিক্ষক বললেন, 'পলাশীর যুদ্ধ হয় ১৭৫৭ সালে, তখন বাংলার নবাব ছিলেন সিরাজউদ্দৌলা। নবাবের সৈন্যসংখা ইংরেজদের তুলনায় ১০ গুন বেশি থাকলেও তিনি তাঁর সেনাপতি মীরজাফরের বিশ্বাসঘাতকতায় হেরে গেছেন যুদ্ধে। নবাব জানতেন যে মীরজাফর বিশ্বাসঘাতক, তার পরও তাঁকে যুদ্ধের সেনাপতি হিসেবে রাখাটাই ছিল তাঁর মস্তবড় ভুল...,
এতক্ষনে ছাত্র চিৎকার দিয়ে বলে উঠল , 'হইছে স্যার, আমি পারমু বাকিটা। কাইলকাই আপনারে পলাশীর যুদ্ধ রচনা লেইখ্যা দিমু।' শিক্ষক মনে মনে সন্তুষ্ট, বাপধন, এইবার তুমি কুমির পাইবা কই...
পরদিন ছাত্র 'পলাশীর যুদ্ধ' রচনা লিখে এনে দিল শিক্ষকের হাতে। ব্যাপক উৎসাহ নিয়ে পড়তে শুরু করলেন তিনি। বাংলার বিখ্যাত পলাশীর যুদ্ধ হয় ১৭৫৭ সালে। তখন বাংলার নবাব ছিলেন সিরাজউদ্দৌলা। নবাবের সৈন্যসংখ্যা ইংরেজদের তুলনায় ১০ গুন বেশি হলেও তিনি তাঁর সেনাপতি মীরজাফরের বিশ্বাসঘাতকতায় হেরে গিয়েছিলেন যুদ্ধে। নবাব জানতেন যে মীরজাফর বিশ্বাসঘাতক। তার পরও তাঁকে সেনাপতি হিসেবে বহাল রেখে তিনি খাল কেটে কুমির এনেছিলেন। সেই কুমিরের ছিল দুটি চোখ, দুটি কান ও চারটি পা। তার ছিল বিশাল একটা মুখ আর দাঁতগুলো ছিল ভীষন ধারালো। সেই কুমিরের সারা দেহে ছিল খসখসে শক্ত চামড়া আর ছিল বিশাল লম্বা একটি লেজ। সেই লেজে ছিল খাঁজকাটা খাঁজকাটা খাঁজকাটা খাঁজকাটা খাঁজকাটা খাঁজকাটা খাঁজকাটা খাঁজকাটা খাঁজকাটা খাঁজকাটা খাঁজকাটা খাঁজকাটা খাঁজকাটা খাঁজকাটা.............................
Saturday, December 13, 2008
Hajj and Great Sacrifice
Prof. Dr. Anwar Ul Haque
The world witnesses every year an ocean of people walking into virtual history. Right now over 20 million people are walking on the footsteps of Prophet Ibrahim (Abraham) and his family in the ancient city of Makkah (Mecca). The Makkah is rightly called Ummul Qurah or the mother of all cities as there is no parallel city in the world where such a grand activity had been regularly taking place since its inception 5000 years back. Makkah is the center and the heart of the earth. It is the city of Peace. Will you like a ride with us this trip through time Zone of 5000 years back. We can assure that you will find this trip most amazing and uplifting. The phenomenon is that of star war type as it is real rather than fictional and it connects our present with the past. It is not a mere visit; it has the potential to make you higher and mightier than Himalaya. So please fasten your seat belt and come along us. Birth of the City under the heel of an infant!Prophet Ibrahim (PBUH) is the hub of three monolithic religions i.e. Judaism, Christianity and Islam. For Muslims there is no difference between all three as they consider all of the three Islam, two albeit distorted due to the dust and rust of the time. The God (In Arabic; Allah) had ordered Ibrahim (PBUH) to leave his first son Ismaeel (Ishmael) and 2nd wife Hajira (Hagar) in a desert place with no water and no shade. With no water the death was certain in a few days time for both mother and wife. For Ibrahim (PBUH) it would have been a great pain. But for Ibrahim (PBUH), every thing belonged to Allah, the Creator and Sustainer of every thing so if He asked to do some thing which even apparently meant taking back his beloved wife and the most precious child and the only child at that time, the orders had to be carried out. The faithful wife didn't quarrel with Ibrahim (PBUH). She simply asked is this act of leaving them in a hot desert is on the order of Allah and when Ibrahim replied yes, she didn't ask any further question. She submitted also to the will of Allah gladly and patiently. Ibrahim (PBUH) left them and went back. After a little time, the water which was brought by Hajirah finished and infant Ismaeel started crying due to thirst. His cries made mother restless. In order to save his life, Hajirah desperately ran between the hills of Safa and Marwah to see any trace of water anywhere. She would climb to the hill and look desperately and after not finding any water she would run to the other hill, climb and look for water! She did this 7 times. Some times she walked slowly between the hills praying to the God All Mighty to bring water to her. Sometimes she almost ran in hurry in a hope to find water from the heights of the hills. After 7th trips between the hills she went to see her baby if he is alright. To her utter astonishment and surprise a fountain gushed from under the heels of baby Ismaeel. She thought this water may stop soon so she put stones around it in order to store the water. She immediately gave water to her child and thanked Allah for this great miracle. However the water did not stop and keep flowing in great amount. She made the water fountain her home. Seeing the water from the skies, the birds started arriving and sipping the water. A caravan was passing from some distance to the place. The people saw birds on the sky. The wise among them thought of presence of water here. They came and saw a noble lady sitting with her son. The asked the permission to take some water which she gladly allowed. And thus soon caravans kept coming and the some people startled settling in this area and a city was born. Building of the House of Allah: Prophet Ibrahim (PBUH) regularly visited his wife and son. He was very happy to see the water and thanked Allah for His great bounties. When Ismaeel was in his teens, Ibrahim (PBUH) asked the son to give a hand to build a house of Allah for His exclusive worship. Both father and son built the first House of Allah for worshipping none but Allah, the God. Strange Dream & Ultimate Sacrifice: One day Ibrahim saw the strange dream. He saw slaughtering Ismaeel. Initially he though it was just one of the meaningless dreams. However the dream kept repeating and he understood being a Prophet that he had been commanded to sacrifice his only and very beloved and dear son Ismaeel. Ishaq (Isaac) was not born yet. Allah had given Ismaeel to Ibrahim in quite old age. However the utmost sincerity, honesty and fairness were the most fundamental ingredients of personality of Ibrahim (PBUH). If Allah wanted His thing, then Ibrahim was not to ask why and when. He asked his beloved son after telling him the dream. The son was like father. Instead of running away or quarrelling he said do whatever Allah had commanded you to do. So Ibrahim took the son and laid him on the earth and blindfolded himself so that he may not feel mercy as he looks at his son. He took the knife and in his way sacrificed the little child suddenly he heard a voice that We have accepted your sacrifice and instead put a lamb in the place of Ismaeel. Ismaeel was unhurt. This is the 3rd time Ibrahim was tested and he passed with flying colors. First time Ibrahim was tested when he did not accept the wrong traditions of his nation, his father, challenged the practice of star worship and king worship. Ibrahim did not apology and challenged the King to bring son from West if he is really god, the King had no answer but to throw him in the blazing fire in front of a crow of people. Ibrahim did not apologize and did not beg for his life. Had he done so he would not be rewarded the great honor and respect he commands among Muslims, Jews and Christians. He is father and grand grand father of many Prophets including Ismaeel, Ishaq (Isaac), Ya'qoob (Jacob), Yusuf (Joseph), Jesus and Muhammad (Peace be upon all of them)Great Rewards!In addition to his honor and string of Prophets in his progeny, Ibrahim is saluted five times a day by hundreds of Millions of Muslims during their regular prayers. Ibrahim and his families' virtues had been preserved in Quran. Muslims face toward Ka'bah in every prayer. They perform great pilgrimage which is going on right now and in their pilgrimage they run like Hajirah 7 trips between the hills of Safa and Marwah. They drink the water of Zam Zam which first began under the heel of Ismaeel. Millions of gallons of water gush from this fountain still today. Ibrahim once prayed for the great messenger to come in this city and the city be provided with good and bountiful resources and food. Both prayers were accepted. The final Prophet of Allah i.e. Muhammad was born in this city and the city is full of all sorts of fruits and sustenance. Not only in Hajj, the City and the Ka'bah is always full of people going in circles around the house first built by Ibrahim. The house which was built for pure worship of Allah alone had been contaminated by the statues of pagans which were finally removed by Prophet Muhammad (PBUH). As one great Islamic scholar puts down that the annual pilgrimage is like cardiopulmonary system. Where fresh oxygen in injected in the blood of the faithful. Their sins and shortcomings are removed. Today the event of ultimate sacrifice of Ibrahim for utmost truth and honesty is celebrated all over the world by over a billion of Muslims. Animals are sacrificed and their meat is distributed among poor and it is consumed by friends and relatives. The festival is full of meaning and purpose. It is not just the sacrifice, it is renewal of commitment with the God All Mighty that thanking of His countless bounties and mercies we are ready to sacrifice our most beloved things for the purpose of truth and honesty. And like Ibrahim (PBUH) we reject all false gods and we have full determination and capability to take these up front. The sacrifice produces the determination to ward off evil. To the God, this intention determination reaches and not the blood or the meat of the animals. Humanity versus SAM: In a beautiful Surah titled "The Figs" the Quran refers to five great Prophets i.e. Isa (Jesus) (Figs and Olive, Palestine), Moosa (Moses) (Mount Sinai), Ibrahim (Abraham), Ismaeel (Ishmael) and Muhammad (This peaceful city i.e. Makkah) and makes the point that We (Allah) have created the man in the best form and potential so that he can reach to such heights. However the man is then reduced to the lowest of the low. Now when we look today there is a constant war between worshippers of Sub-Animal Materialism (SAM) and those great human beings who hold ethical and moral values as the crown of humanity. For the former groups i.e. the lowest of the low all sorts of lies, deception and terrorism (Global, state and individual) is kosher while for the latter group to uphold the humanity is the most important which invariably also means the challenging and overpowering the real terrorists. When I look at the injured face of innocent Dr. Aafia Siddiqui and her three children of 7, 5 and ½ year it tells me the entire story. Please do not tell me that her six month toddler was a terrorist and Bush had all the right to abduct and torture him. So at this occasion let us have the courage and determination of Ibrahim and Ismaeel o not to accept any falsehood and stand up to the false gods even if you are alone. All praises to the Allah Ta'lah, the Creator and Sustainer of all the worlds who made Ka'bah an eternally adored and visited place and Who created in Ibrahim an example to take no god beside Allah for worship. Prof. (Dr.) Anwar Ul Haque 116. St. 49 F 11/3 Islamabad 44000Phone: 2294099 P.S: There no copyrights as the truth must sunshine and no reward of any kind is accepted as spreading the sunshine of truth is in itself a reward and Allah is the best rewarding. Please feel free to publish.
The world witnesses every year an ocean of people walking into virtual history. Right now over 20 million people are walking on the footsteps of Prophet Ibrahim (Abraham) and his family in the ancient city of Makkah (Mecca). The Makkah is rightly called Ummul Qurah or the mother of all cities as there is no parallel city in the world where such a grand activity had been regularly taking place since its inception 5000 years back. Makkah is the center and the heart of the earth. It is the city of Peace. Will you like a ride with us this trip through time Zone of 5000 years back. We can assure that you will find this trip most amazing and uplifting. The phenomenon is that of star war type as it is real rather than fictional and it connects our present with the past. It is not a mere visit; it has the potential to make you higher and mightier than Himalaya. So please fasten your seat belt and come along us. Birth of the City under the heel of an infant!Prophet Ibrahim (PBUH) is the hub of three monolithic religions i.e. Judaism, Christianity and Islam. For Muslims there is no difference between all three as they consider all of the three Islam, two albeit distorted due to the dust and rust of the time. The God (In Arabic; Allah) had ordered Ibrahim (PBUH) to leave his first son Ismaeel (Ishmael) and 2nd wife Hajira (Hagar) in a desert place with no water and no shade. With no water the death was certain in a few days time for both mother and wife. For Ibrahim (PBUH) it would have been a great pain. But for Ibrahim (PBUH), every thing belonged to Allah, the Creator and Sustainer of every thing so if He asked to do some thing which even apparently meant taking back his beloved wife and the most precious child and the only child at that time, the orders had to be carried out. The faithful wife didn't quarrel with Ibrahim (PBUH). She simply asked is this act of leaving them in a hot desert is on the order of Allah and when Ibrahim replied yes, she didn't ask any further question. She submitted also to the will of Allah gladly and patiently. Ibrahim (PBUH) left them and went back. After a little time, the water which was brought by Hajirah finished and infant Ismaeel started crying due to thirst. His cries made mother restless. In order to save his life, Hajirah desperately ran between the hills of Safa and Marwah to see any trace of water anywhere. She would climb to the hill and look desperately and after not finding any water she would run to the other hill, climb and look for water! She did this 7 times. Some times she walked slowly between the hills praying to the God All Mighty to bring water to her. Sometimes she almost ran in hurry in a hope to find water from the heights of the hills. After 7th trips between the hills she went to see her baby if he is alright. To her utter astonishment and surprise a fountain gushed from under the heels of baby Ismaeel. She thought this water may stop soon so she put stones around it in order to store the water. She immediately gave water to her child and thanked Allah for this great miracle. However the water did not stop and keep flowing in great amount. She made the water fountain her home. Seeing the water from the skies, the birds started arriving and sipping the water. A caravan was passing from some distance to the place. The people saw birds on the sky. The wise among them thought of presence of water here. They came and saw a noble lady sitting with her son. The asked the permission to take some water which she gladly allowed. And thus soon caravans kept coming and the some people startled settling in this area and a city was born. Building of the House of Allah: Prophet Ibrahim (PBUH) regularly visited his wife and son. He was very happy to see the water and thanked Allah for His great bounties. When Ismaeel was in his teens, Ibrahim (PBUH) asked the son to give a hand to build a house of Allah for His exclusive worship. Both father and son built the first House of Allah for worshipping none but Allah, the God. Strange Dream & Ultimate Sacrifice: One day Ibrahim saw the strange dream. He saw slaughtering Ismaeel. Initially he though it was just one of the meaningless dreams. However the dream kept repeating and he understood being a Prophet that he had been commanded to sacrifice his only and very beloved and dear son Ismaeel. Ishaq (Isaac) was not born yet. Allah had given Ismaeel to Ibrahim in quite old age. However the utmost sincerity, honesty and fairness were the most fundamental ingredients of personality of Ibrahim (PBUH). If Allah wanted His thing, then Ibrahim was not to ask why and when. He asked his beloved son after telling him the dream. The son was like father. Instead of running away or quarrelling he said do whatever Allah had commanded you to do. So Ibrahim took the son and laid him on the earth and blindfolded himself so that he may not feel mercy as he looks at his son. He took the knife and in his way sacrificed the little child suddenly he heard a voice that We have accepted your sacrifice and instead put a lamb in the place of Ismaeel. Ismaeel was unhurt. This is the 3rd time Ibrahim was tested and he passed with flying colors. First time Ibrahim was tested when he did not accept the wrong traditions of his nation, his father, challenged the practice of star worship and king worship. Ibrahim did not apology and challenged the King to bring son from West if he is really god, the King had no answer but to throw him in the blazing fire in front of a crow of people. Ibrahim did not apologize and did not beg for his life. Had he done so he would not be rewarded the great honor and respect he commands among Muslims, Jews and Christians. He is father and grand grand father of many Prophets including Ismaeel, Ishaq (Isaac), Ya'qoob (Jacob), Yusuf (Joseph), Jesus and Muhammad (Peace be upon all of them)Great Rewards!In addition to his honor and string of Prophets in his progeny, Ibrahim is saluted five times a day by hundreds of Millions of Muslims during their regular prayers. Ibrahim and his families' virtues had been preserved in Quran. Muslims face toward Ka'bah in every prayer. They perform great pilgrimage which is going on right now and in their pilgrimage they run like Hajirah 7 trips between the hills of Safa and Marwah. They drink the water of Zam Zam which first began under the heel of Ismaeel. Millions of gallons of water gush from this fountain still today. Ibrahim once prayed for the great messenger to come in this city and the city be provided with good and bountiful resources and food. Both prayers were accepted. The final Prophet of Allah i.e. Muhammad was born in this city and the city is full of all sorts of fruits and sustenance. Not only in Hajj, the City and the Ka'bah is always full of people going in circles around the house first built by Ibrahim. The house which was built for pure worship of Allah alone had been contaminated by the statues of pagans which were finally removed by Prophet Muhammad (PBUH). As one great Islamic scholar puts down that the annual pilgrimage is like cardiopulmonary system. Where fresh oxygen in injected in the blood of the faithful. Their sins and shortcomings are removed. Today the event of ultimate sacrifice of Ibrahim for utmost truth and honesty is celebrated all over the world by over a billion of Muslims. Animals are sacrificed and their meat is distributed among poor and it is consumed by friends and relatives. The festival is full of meaning and purpose. It is not just the sacrifice, it is renewal of commitment with the God All Mighty that thanking of His countless bounties and mercies we are ready to sacrifice our most beloved things for the purpose of truth and honesty. And like Ibrahim (PBUH) we reject all false gods and we have full determination and capability to take these up front. The sacrifice produces the determination to ward off evil. To the God, this intention determination reaches and not the blood or the meat of the animals. Humanity versus SAM: In a beautiful Surah titled "The Figs" the Quran refers to five great Prophets i.e. Isa (Jesus) (Figs and Olive, Palestine), Moosa (Moses) (Mount Sinai), Ibrahim (Abraham), Ismaeel (Ishmael) and Muhammad (This peaceful city i.e. Makkah) and makes the point that We (Allah) have created the man in the best form and potential so that he can reach to such heights. However the man is then reduced to the lowest of the low. Now when we look today there is a constant war between worshippers of Sub-Animal Materialism (SAM) and those great human beings who hold ethical and moral values as the crown of humanity. For the former groups i.e. the lowest of the low all sorts of lies, deception and terrorism (Global, state and individual) is kosher while for the latter group to uphold the humanity is the most important which invariably also means the challenging and overpowering the real terrorists. When I look at the injured face of innocent Dr. Aafia Siddiqui and her three children of 7, 5 and ½ year it tells me the entire story. Please do not tell me that her six month toddler was a terrorist and Bush had all the right to abduct and torture him. So at this occasion let us have the courage and determination of Ibrahim and Ismaeel o not to accept any falsehood and stand up to the false gods even if you are alone. All praises to the Allah Ta'lah, the Creator and Sustainer of all the worlds who made Ka'bah an eternally adored and visited place and Who created in Ibrahim an example to take no god beside Allah for worship. Prof. (Dr.) Anwar Ul Haque 116. St. 49 F 11/3 Islamabad 44000Phone: 2294099 P.S: There no copyrights as the truth must sunshine and no reward of any kind is accepted as spreading the sunshine of truth is in itself a reward and Allah is the best rewarding. Please feel free to publish.
Subscribe to:
Posts (Atom)